প্রশ্নোত্তর : নামাজের সফটওয়ার

নামাজের সময়ের মোবাইল এপের লিংক দিন

দুঃখিত যে আমাদের কোনো মোবাইল এপ নেই। কেবল মাত্র ওয়েব সাইট বেইজড এপ্লিকেশন। তাই ওয়েব থেকে ব্যবহার করতে হবে।
.
তবে যে কোনো ওয়েব পেইজে গিয়ে আপনার ব্রাউজারের মেনু টাচ করুন। এখানে
.

.
থেকে "Add To Home Screen" অপশন সিলেক্ট করলে
.

.
আপনার মোবাইলের এপগুলোর পাশে এই পেইজটারও একটা লিংক তৈরি হবে দেখতে হুবহু এপের মতো। সেটা টাচ করলে সরাসরি নামাজের সময়ের পেজে চলে আসতে পারবেন।
.

.
আমি এভাবে ব্যবহার করি।

নামাজের সময় কোথা থেকে সংগ্রহ করেন?

সংগ্রহ না। বরং সময় কম্পুটারে হিসাব করে দেখানো হয়। ফরমুলা অনুসরন করে।


ফরমুলা সংগ্রহ করা হয়েছে Astronomical Algorithms - Jean Meeus নামে একটা ইংরেজি বই থেকে।


এর পর হিসাব করা সময় ঠিক আছে কিনা সেটা চেক করা হয়েছে USGS সাইট থেকে।

আমার মোবাইলে আমি যে এলাকায় আছি সে এলাকার সময় আসছে না

আপনার মোবাইলের GPS এর Permission Allow করে রাখতে হবে।
.
এন্ড্রইডে কি করে করবেন দেখাচ্ছি। প্রথমে নামাজের সময়ের প্রথম পেইজে আপনার ব্রাউজারের উপরে একটা Lock বা তালার ছবি দেখুন নিচের ছবির মত। তালাটায় টাচ করুন।
.


.
একটা ইউন্ডো খুলবে। সেখান থেকে পারমিশন সিলেক্ট করে Allow Location Service অন করে রাখুন নিচের ছবির মতো।

এর পর পেইজ লোড করলে আপনি যে এলাকায় আছেন সেখানকার সময় দেখাবে।

Published
3-Sep-2022
Updated
4-Sep-2022