নামাজের সময় : নোটস

আপডেট সমুহ

25-May-2025
মাগরিব আর ইফাতারের সময় এখন জিপিএস জেলা শহর দুটোর জন্যই মিনিটের ঘরে রাউন্ড আপ করে দেখানো হচ্ছে। কোনো মিনিট যোগ না করে। এটা আব্দুল মালেক সাহবে প্রনিত ইসলামিক ফাউন্ডেশনের ২০২৫ সালের রমাজের জন্য সময়সূচি অনুসরন করে। যোগ করা এখন ব্যক্তি পর্যায়ে করতে হবে।

4-Sep-2022
জিপিএস দিয়ে লোকেশন বের করলে এতদিন ২ মিনিট যোগ করে রাউন্ড করে দেখাতো। এখন এটা ৩০ সেকেন্ড বাড়িয়ে ২.৫ মিনিট করা হয়েছে।

Published
3-Sep-2022
Updated
25-May-2025